• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

আকাশ থেকে বর্ষিত হল ঝাঁকে ঝাঁকে মাছ!

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৭:১৫ এএম

আকাশ থেকে বর্ষিত হল ঝাঁকে ঝাঁকে মাছ!

আন্তর্জাতিক ডেস্ক

শিলাবৃষ্টি ও আকাশে ভেসে বেড়ানো তুলার মতো মেঘের দল আমরা অনেকেই দেখেছি। আর বরফ ঝরে পড়ার ঘটনাও নতুন কিছু নয়। উল্কা বৃষ্টিও মাঝে মধ্যে দেখেছেন হয়ত। কিন্তু কখনও কি ‘মাছ বৃষ্টি’ দেখেছেন? হ্যাঁ, আকাশ থেকে বর্ষিত হল ঝাঁকে ঝাঁকে মাছ! পৃথিবীতে এমন ঘটনা নতুন না হলেও সম্প্রতি দুর্লভ এই ঘটনার প্রত্যক্ষ করল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেক্সারকানা শহরের মানুষেরা।

বুধবার (২৯ ডিসেম্বর) সেখানে বৃষ্টির সঙ্গে মাছ পড়েছে। টেক্সারকানা শহরের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ বৃষ্টির ঘোষণা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

টেক্সারকানা শহর কর্তৃপক্ষ ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ২০২১ সব কৌশল হাজির করছে। আজ (বুধবার) টেক্সারকানাতে মাছ বৃষ্টিও ছিল। এটি কোনও কৌতুক নয়। 

পোস্টে আরও লেখা হয়, তখনই এমন প্রাণীবৃষ্টি হয়ে থাকে, যখন জলস্রোতের সঙ্গে কোনওভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের উপরে উঠে যায়। তারপর বৃষ্টির মতো করেই মাটিতে পড়তে শুরু করে তা।  যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের একটি প্রবন্ধেও এমন মাছ বৃষ্টির পর্যালোচনায় এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে।

টেস্কারকানার অফিসিয়াল ফেসবুক পেজে আরও লেখা হয়, বিষয়টি কম ঘটলেও, আজ তাই হয়েছে। টেস্কারকানার বিভিন্ন জায়গায় এদিন প্রাণী বৃষ্টিপাত দেখা গেছে। অতএব, সকলের ভালর জন্য বলা হচ্ছে, বিষটিকে নিয়ে বেশি পাত্তা না দিয়ে  ২০২২-এর দিকে এগিয়ে যান।

কর্তৃপক্ষ শহরের যেসব বাসিন্দা এই বিরল ঘটনা প্রত্যক্ষ করেছেন তাদেরকে মাছের ছবি দিতে আহ্বান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে ১৮৭৩ সালে ব্যাঙ বৃষ্টি হয়েছিল। ২০০৯ সালে সালে বৃষ্টির সঙ্গে মাটিতে পড়েছিল ব্যাঙাচি। আর ২০১০ সালে অস্ট্রেলিয়াতেও মাছ পড়েছিল।

টেক্সারকানার জেমস নামের বাসিন্দা জানান, কার ডিলারশিপের দোকানের দরজা খোলার সঙ্গে বজ্রপাতের বিকট শব্দ শুনতে পান। বলেন, তুমুল বৃষ্টি হচ্ছিল এবং একটি মাছ মাটিতে পড়ে। আমি বলছি মাছ বৃষ্টি হচ্ছে।

শহর কর্তৃপক্ষ লিখেছে, এটি অস্বাভাবিক হলেও ঘটে। যেমনটি আজ টেক্সারকানার বিভিন্নস্থানে ঘটেছে।

 অর্ণব

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ