• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

‘হুমকি হিসেবে কাজ করছে ডেল্টা-ওমিক্রন’

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৩:৫৮ পিএম

‘হুমকি হিসেবে কাজ করছে ডেল্টা-ওমিক্রন’

আন্তর্জাতিক ডেস্ক

ডেল্টা ওমিক্রন হুমকি হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসাস। এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আধানম গেব্রিয়েসাস বলেন, ‘বিশ্বব্যাপী সুনামির মতো ঢেউ সৃষ্টি করতে যাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টা। এর জেরে হাসপাতালে রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে হুহু করে। ওমিক্রন ডেল্টা সংক্রমণ আছড়ে পড়তে পারে সুনামির মতো। এর ফলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

এমন পরিস্থিতিতে ধনী দেশগুলোর বুস্টার ডোজ দেয়ার প্রবণতা গরিব নিম্ন আয়ের দেশগুলোকে সংকটে ফেলছে বলে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

এর আগে, ২৮ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়, গত এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১১ শতাংশ বেড়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) ফ্রান্স আমেরিকায় দৈনিক করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়।

নূর/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ