প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ১১:০৯ পিএম
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে আরও দেড় হাজার
ফ্লাইট বাতিল হয়েছে। বড়দিনের উৎসবের মধ্যে রোববার (২৬ ডিসেম্বর) এর ফ্লাইট বাতিলে
ভোগান্তিতে পড়েছেন বহু পর্যটক। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, এ কয়েক দিন সব
মিলিয়ে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। বাতিল হওয়া এসব ফ্লাইটের
অধিকাংশই চীন ও যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে সোমবার আরও বড় বিপর্যয়ের আশঙ্কা
করছে সংশ্লিষ্টরা। ওমিক্রন স্ট্রেইন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক ক্রু অসুস্থ হয়ে
পড়েছেন। কারও কারও করোনা পজিটিভ এসেছে। সংকটময় পরিস্থিতির পেছনে ওমিক্রনের
ক্রমবর্ধমানকে দায়ী করছে বিমান কোম্পানিগুলো।
প্রাথমিকভাবে এখন পর্যন্ত ওমিক্রনকে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত করেছেন
বিজ্ঞানীরা। যারা সংক্রমিত হয়েছেন তাদের হালকা কাশি ও জ্বরের উপসর্গ দেখা গেছে।
ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, রোববার শুধু যুক্তরাষ্ট্রেই চার শতাধিক ফ্লাইট
বাতিল হয়েছে। একই দিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের অর্ধশত ফ্লাইট বাতিল করে
সংশ্লিষ্টরা।
গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়।
এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনার নতুন এই
ধরনে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওমিক্রনে এমন কিছু মিউটেশন বা রূপান্তর
ঘটেছে, যার ফলে এর বিরুদ্ধে প্রচলিত
টিকাগুলো কার্যকর না-ও হতে পারে। তবে বিধিনিষেধের বিষয়ে পরিস্থিতি বিবেচনায়
পদক্ষেপ নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি।