• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ওমিক্রন ঠেকাতে কাপড়ের মাস্ক অকার্যকর

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৯:৪৯ পিএম

ওমিক্রন ঠেকাতে কাপড়ের মাস্ক অকার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে রঙিন, ফ্যাশনেবল এবং পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক অকার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের অধ্যাপক ট্রিশ গ্রিনহালঘ বলেন, ‘বেশির ভাগ কাপড়ের মাস্ক কেবলই ফ্যাশনের জন্যই তৈরি। সংক্রমণ রুখতে মাস্কে কোন ফ্যাব্রিক ব্যবহার করা হয় তার ওপর অনেক কিছুই নির্ভর করে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের চিকিৎসা বিশ্লেষক ড. লিয়ানা ওয়েন জানানওমিক্রনের বিস্তার রোধে কাপড়ের মাস্ক কোনো কাজের নয়। দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রনের সংক্রমণের বিস্তার রোধে তিন স্তরের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এ অধ্যাপক।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিষয়ক ফেলো অ্যাশলি স্টিকজিনস্কি গত অক্টোবরে সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেছিলেন, কাপড়ের মাস্কের কার্যকারিতা নিয়ে মাঠপর্যায়ে খুব কম গবেষণা হয়েছে।

তিনি বলেন, ‘একাধিক ল্যাবরেটরিতে মাস্কে ব্যবহৃত বিভিন্ন কাপড়ের জীবাণু আটকানোর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে, কাপড় বা ফ্যাব্রিক অ্যারোসল আকারের বস্তুকণার মাত্র ১০ থেকে ৩০ শতাংশ ঠেকিয়ে দিতে পারে। কোভিড-১৯এর বায়ুবাহিত সংক্রমণ ঘটে এই অ্যারোসলের মাধ্যমেই। যেখানে ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এন৯৫ বা অন্যান্য সার্জিক্যাল মাস্ক অ্যারোসল আকারে বস্তুকণা প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত ঠেকিয়ে দিতে পারে।’

অর্ণব/এম. জামান

 

 

 

আর্কাইভ