• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

৩ বছর আগে থেকেই চুরি করছে পোষা বিড়াল কেইথ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৯:৩৯ পিএম

৩ বছর আগে থেকেই চুরি করছে পোষা বিড়াল কেইথ

আন্তর্জাতিক ডেস্ক

আমরা অনেক সময় বিড়ালকে চোর বলে সম্বোধন করে থাকি। ঘরে খাবার আলগা পেলেই সুযোগে মাছ, দুধ চুরি করে খেয়ে চম্পট দিতে ওস্তাদ এরা। তবে নিউজিল্যান্ডের এক মালিকের একটি পোষা বিড়ালের চোর হিসেবে আগে থেকেই খ্যাতি ছিল। তার এই বিড়ালটির চৌর্যবৃত্তি নিয়ে গেছে অন্য উচ্চতায়। ওষুধ, জুতা থেকে শুরু করে অন্তর্বাসও চুরি করতে শুরু করেছে বিড়ালটি।

কেইথ নামের বিড়ালটি প্রথম চুরি করে তিন বছর আগে। ওই সময় কাছের কাপড়ের লাইন থেকে অন্তর্বাস এবং ক্রাইস্টচার্চের স্থানীয় হেথকোট নদী থেকে জীবন্ত ইল মাছ ধরে আনা শুরু করে বিড়ালটি।

কিন্তু বিড়ালটির আকাঙ্ক্ষা বেড়ে যায়। বিড়ালটির মালিক গিনি এবং ডেভিন রামবোল্ড জানান, পাঁচ বছর বয়সী কালো বিড়ালটি গত কয়েক সপ্তাহে একটি পাত্র এবং অজ্ঞাত সাদা পাউডার ভর্তি ব্যাগ বাড়িতে নিয়ে এসেছে। এছাড়া এক জোড়া জুতাও নিয়ে এসেছে বিড়ালটি।

গিনি রামবোল্ড প্রথমে কেইথের চুরির অপরাধ প্রবণতা খেয়াল করেন। তিনি স্থানীয় নিউজ ওয়েবসাইট স্টাফকে বলেছেন, ‘আমি তাকে পরামর্শ দিয়েছি হীরা এবং নগদ অর্থ আরও ভালো হবে। তবে সেটি এখন পর্যন্ত ঘটেনি।’

প্রতিবেশীরা যেন তাদের চুরি হওয়া জিনিস সহজে ফিরে পেতে পারে সে কারণে বাড়ির মূল দরজার বাইরে দুটি প্লাস্টিকের বাক্স বসিয়েছেন বিড়ালটির মালিকেরা। তবে জিনিস ফিরিয়ে দিলেও কেইথের অপরাধপ্রবণতা কমছে না। বিড়ালটি বারবার একই জিনিস চুরি করে আনছে।

বিড়ালটির বিশেষ পছন্দের তালিকায় রয়েছে স্থানীয় এক ব্যবসায়ীর স্টিলের হিলযুক্ত জুতো। প্রায় আড়াই কেজি ওজনের জুতো জোড়াটি প্রায়ই নিয়ে যাচ্ছে বিড়ালটি।

পুলিশের এক মুখপাত্র জানান, কেইথের সর্বশেষ নিয়ে আসা একটি জিনিস নিয়ে তারা বিশেষভাবে উদ্বিগ্ন- সেটি হলো গাঁজা সেবনে ব্যবহৃত একটি পাত্র। তিনি জানান, এটি জব্দ করা হবে এবং কোন জায়গা থেকে বিড়ালটি এটি এনেছে তা খুঁজে বের করা হবে।

অর্ণব/এম. জামান

আর্কাইভ