• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ওমিক্রন ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে ইউরোপ : ডব্লিউএইচও

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৭:২৭ পিএম

ওমিক্রন ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে ইউরোপ : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা মনে করছেন, ওমিক্রন ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে ইউরোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেন, ‘ইউরোপ আরও একটি ঝড়ের সামনে অবস্থান করতে যাচ্ছে।'

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে হ্যান্স ক্লুগের মন্তব্য তুলে ধরা হয়। তিনি মনে করে, সুরক্ষার জন্য ব্যাপকভাবে বুস্টার ডোজ কার্যক্রম পরিচালনা করতে হবে।

হ্যান্স ক্লুগ মঙ্গলবার (২১ ডিসেম্বর) অস্ট্রিয়ায় রাজধানী ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নভেম্বরের শেষের দিকে ওমিক্রন দেখা দেয়ার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে ৩৮টি দেশে এই ধরন শনাক্ত হয়েছে। যার মধ্যে ডেনমার্ক, পর্তুগাল ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রভাব বিস্তার করেছে।’

ক্লুগ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি করোনার আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে এ অঞ্চলের আরও কয়েকটি দেশে ওমিক্রন দাপট দেখাবে। ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে।’

অর্ণব/এম. জামান

আর্কাইভ