• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘জীবন শেষ হওয়ার চেয়ে অনুষ্ঠান বাতিল ভালো’

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ১০:৩০ এএম

‘জীবন শেষ হওয়ার চেয়ে অনুষ্ঠান বাতিল ভালো’

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের ওমিক্রন ধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষার জন্য সবাইকে কিছু ছুটির পরিকল্পনা বাতিল করার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসুস সতর্ক করে বলেছেন, ‘জীবন বাতিল হয়ে যাওয়ার চেয়ে একটি অনুষ্ঠান বাতিল করা ভালো। এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। কারণ আমাদের হাতে প্রমাণ রয়েছে যে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেলটার চেয়েও অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।’

জানা গেছে, ইতোমধ্যেই যারা টিকা নিয়েছেন ভয়ঙ্কর এই ভাইরাস তাদেরও আক্রান্ত করছে। বাদ পড়ছেন না এর আগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরাও।

সোমবার (২০ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘আমরা সবাই এই মহামারি থামাতে চাই। সবাই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাই। আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই। এগুলো করার সবচেয়ে দ্রুততম উপায় হলোআমাদের সবাই, নেতা থেকে শুরু করে ব্যক্তি পর্যন্ত, নিজেকে এবং অন্যকে রক্ষা করতে এই কঠিন সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে।’

তিনি বলেন, ‘আগামী বছরের মাঝামাঝির মধ্যে প্রত্যেক দেশের অন্তত ৭০ শতাংশ মানুষ টিকা নিলে ২০২২ সালে মহামারির অবসান হতে পারে।’

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আসন্ন বড়দিনকে ঘিরে ভ্রমণের ফলে ওমিক্রন সংক্রমণ আরও বাড়বে।’

তিনি মনে করেন, দুই ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যেও সংক্রমণ বাড়বে। ওমিক্রনের সংক্রমিত করার ব্যাপক সক্ষমতা রয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য, নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন। এখন পর্যন্ত বিশ্বের ৯০টিরও বেশি দেশে এটি শনাক্ত হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে ইতোমধ্যে ফ্রান্স ও জার্মানিসহ বেশ কয়েকটি দেশ তাদের কোভিড নিষেধাজ্ঞা জোরালো করেছে এবং ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে।

এএমকে/ডা

আর্কাইভ