প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১০:২৫ পিএম
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে কানাডায় আবারও লকডাউন ঘোষণা
করেছে দেশটির সরকার। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।
বর্তমানে কুইবেক প্রদেশের স্কুল, জিম, সিনেমা, থিয়েটার বারসহ
জনসমাগম হয় এমন সব বিভিন্ন জায়গা বন্ধ রয়েছে।
করোনাভাইরাসের রিপোর্টে বলা হয়েছে, দেশটির কুইবেক
প্রদেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৪ হাজার ৫৭১ জনের করোনা শনাক্ত হয়।
কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান দুবে বলেছেন, ‘বর্তমানে ওমিক্রনের সংক্রমণ জ্যামিতিক হারে
বাড়ছে। মহামারী সংক্রান্ত পরিস্থিতি বর্তমানে গুরুতর। কমিউনিটির মধ্যে দ্রুত
বিস্তারও বিস্ময়কর। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই সংকটের মধ্যে রয়েছে এবং
পরিস্থিতি ভালো হচ্ছে না। হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির
সংখ্যা আবার বেড়ে চলেছে।’
বার, জিম, সিনেমা থিয়েটার, কনসার্টের স্থান এবং স্পা পরবর্তী ঘোষণা না
দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। রেস্তোরাঁগুলোকে তাদের ক্ষমতা ৫০ শতাংশে কমাতে হবে এবং
তাদের সময় সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সীমাবদ্ধ করতে হবে। পেশাদার ক্রীড়া
গেম দর্শক ছাড়াই খেলতে হবে।
অন্যদিকে, অন্টারিও প্রভিন্সিয়াল
সরকারের নতুন নির্দেশনা কার্যকর হয়ে গেছে। নতুন নির্দেশনা অনুসারে ইনডোরে ১০ জনের
বেশি লোকসমাগম করা যাবে না। অর্থাৎ বাড়িতে ১০ জনের বেশি লোক নিয়ে কোনো ধরনের
পার্টি করা যাবে না। শপিং মল, গ্রোসারি স্টোর, রেস্টুরেন্টে ক্যাপাসিটির অর্ধেক লোককে ঢুকতে
দেয়া যাবে।
উল্লেখ্য, ফেডারেল সরকার জরুরি না হলে দেশের বাইরে কোথাও না যেতে নাগরিকদের পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট করে বলেছেন, কোথাও যাওয়ার সময় এটা না।
অর্ণব/এম. জামান