প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৪:২৯ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন
ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে
পড়ছে। ভাইরাসটির বিস্তার রোধ ও জনস্বাস্থ্য
রক্ষায় সবাইকে বড়দিনের ছুটিসহ কিছু ছুটির পরিকল্পনা
বাতিলের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেডরস আধহানম ঘেব্রেয়াসাস।
তিনি
বলেন, ‘সবার আগে বেঁচে
থাকা জরুরি। জীবন শেষ হয়ে
যাওয়ার চেয়ে একটি আয়োজন
বাতিল করা অনেক ভালো।
এ ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেয়া
উচিত।’
তিনি আরও বলেন, ‘ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ধারাবাহিক প্রমাণ
রয়েছে। এরই মধ্যে যারা
টিকা নিয়েছেন এটি তাদেরও আক্রান্ত
করছে। বাদ পড়ছেন না
এর আগে করোনা থেকে
সুস্থ হওয়া ব্যক্তিরাও।‘
আসন্ন
বড়দিনকে ঘিরে ভ্রমণের ফলে
ওমিক্রন সংক্রমণ আরও বাড়বে বলে
মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড.
অ্যান্থনি ফাউসি। তিনি মনে করেন,
দুই ডোজ টিকা গ্রহণকারীদের
মধ্যেও সংক্রমণ বাড়বে। ওমিক্রনের সংক্রমিত করার ব্যাপক সক্ষমতা
রয়েছে।
যুক্তরাজ্যে
করোনার নতুন এ ভাইরাসটি
গুরুতর রূপ নিচ্ছে। ইতোমধ্যে
দেশটিতে ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে
১২ জনের মৃত্যুর খবর
পাওয়া গেছে।
নূর/এম. জামান