প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৬:৩৬ পিএম
চিলির
প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির সাবেক ছাত্রনেতা ও বামপন্থি প্রার্থী গ্যাবরিয়েল
বোরিক। ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক পরেই তার উগ্র-ডানপন্থি প্রতিদ্বন্দ্বী জোসে
অ্যান্তনিও কাস্টে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন।
রোববার
(১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনের আগাম ফলে দেখা গেছে, গ্যাবরিয়েল বোরিক ৫৬ শতাংশ
ভোটে এগিয়ে আছেন। আর ৪৫ শতাংশ ভোট নিয়ে তার সঙ্গে লড়ছিলেন জোসে অ্যান্তনিও।
বিবিসির
খবরে বলা হয়েছে, বামপন্থি গ্যাব্রিয়েল বোরিকের বয়স ৩৫ বছর। নির্বাচনে এ জয়ের ফলে বোরিক
বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার বা রাষ্ট্রপ্রধান রাজনৈতিক নেতাদের একজন হলেন। তিনি চিলির
ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
১৯৯০
সালে দেশটিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরে আসার পর এবারের নির্বাচনে মেরুকরণ ছিল
সবচেয়ে বেশি। এবার নির্বাচনী প্রচারের সময় উত্তাপ ছড়িয়েছিল। প্রচারের সময় কখনও কখনও জোসে অ্যান্তোনিও কমিউনিস্ট পার্টিকে নিয়ে গঠিত গ্যাব্রিয়েল বোরিকের নেতৃত্বে বাম জোটকে
তুলাধোনা করেছেন।
অর্থনৈতিক
বৈষম্যের বিরুদ্ধে ২০১৯ সালে চিলিতে কয়েক মাস ধরে বিক্ষোভ হয়েছে। এরপর প্রথমবারের
মতো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হলো। এ ভোটের কারণে অবশেষে সংবিধান সংস্কারের পথ তৈরি
হয়েছে। এর মাধ্যমে দেশটির কয়েক দশকের পুরোনো সংবিধান তৈরির চেষ্টা এখন চলমান।
সাবেক
কংগ্রেস সদস্য কাস্ত অতি ডানপন্থি হিসেবে পরিচিত। ৩৫ বছরের বোরিক সাবেক ছাত্রনেতা।
বামপন্থি একটি জোটের প্রার্থী হয়ে তিনি এবার লড়েছেন।
নিজের
পরাজয় স্বীকার করে অ্যান্থনিও কাস্টে বলেন, ‘মহান বিজয়ের জন্য আমি বোরিককে অভিনন্দন
জানাচ্ছি। আজ থেকে তিনি একজন নির্বাচিত প্রেসিডেন্ট। এখন থেকে তিনি আমাদের সবার সম্মান
ও গঠনমূলক সহযোগিতা পাওয়ার দাবি রাখেন।,
নূর/এএমকে/ডা