• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সুন্দরীরা করোনা আক্রান্ত, প্রতিযোগিতা স্থগিত

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৬:৪১ পিএম

সুন্দরীরা করোনা আক্রান্ত, প্রতিযোগিতা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ১৭ প্রতিযোগীসহ কলাকুশলীরা। এমন পরিস্থিতিতে স্থগিত ঘোষণা করা হয়েছে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পুয়ের্তো রিকোতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনুষ্ঠানটি বন্ধ করতে হলো। এক বিবৃতিতে অনুষ্ঠান পেছানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন আয়োজকেরা। তবে আগামী ৯০ দিনের মধ্যে আবার অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পুয়ের্তো রিকোয় ফাইনাল হবে, কিন্তু ৯০ দিন পর। কারণ আয়োজকদের একটা অংশ ও প্রতিযোগীদের একটা বড় অংশ করোনা আক্রান্ত হয়েছেন। তাই এই সিদ্ধান্ত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নানাবিধ নিরাপত্তার দিক খতিয়ে দেখে আপাতত সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রতিযোগিতা পিছিয়ে দেয়ার। প্রতিযোগী, আয়োজক ও দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। কারণ, এই সংক্রমণের মধ্যেও প্রতিযোগিতা চালিয়ে নিয়ে গেলে স্টেজ ও গ্রিন রুমে সংক্রমণের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

মিস ওয়ার্ল্ড লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) জুলিয়া মর্লে জানান, আমরা প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছি। করোনা মুক্ত হলেই আবারও আয়োজিত হবে প্রতিযোগিতার ফাইনাল।

জেডআই/ডা

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ