• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

স্বেচ্ছামৃত্যুর আইনি স্বীকৃতি দিলো অস্ট্রিয়া

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ১২:১২ এএম

স্বেচ্ছামৃত্যুর আইনি স্বীকৃতি দিলো অস্ট্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বেশিরভাগ দেশেরই আইনে নিষিদ্ধ স্বেচ্ছামৃত্যুকিন্তু এবার বেশ কিছু কঠোর শর্তসাপেক্ষে স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দিলো অস্ট্রিয়া। শুধু স্বীকৃতিই নয় শুক্রবার (১৭ ডিসেম্বর) পার্লামেন্টে নতুন বিল পাস হয়েছে।

নতুন আইন অনুসারেশর্তসাপেক্ষে অত্যন্ত গুরুতর অসুস্থ মানুষ স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারবেন।

কি শর্ত পালন করতে হবে স্বেচ্ছামৃত্যু বরণে ইচ্ছুক একজন মানুষকে?

নতুন পাস হওয়া এই আইনের নাম অ্যাসিসটেড সুইসাইড অ্যাক্ট। সেখানে বলা হয়েছে১৮ বছরের বেশি বয়সীরাই কেবল স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারবেন। তবে তাদেরই এই অনুমতি দেয়া হবেযারা প্রাণঘাতী কোনো অসুখে মৃত্যুপথযাত্রী কিংবা কোনো অসুখে পড়ে ভয়ঙ্কর দুর্বল হয়ে পড়েছেনযা আর ঠিক হওয়ার সম্ভাবনা নেই।

প্রতিটি ক্ষেত্রে দুইজন চিকিৎসক আবেদন বিচার করে দেখবেন। রোগী নিজের ইচ্ছেয় স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিচ্ছেন কি নাতাও বিচার করে দেখবেন তারা।

অসুস্থ কোনো মানুষ সাময়িক সংকটে কাতর হয়ে এই আবেদন করেছে কি নাতা পর্যালোচনা করতে অন্তত ১২ সপ্তাহ সময় নেবেন চিকিৎসরকেরা। তবে অসুস্থতার কারণে যে রোগীর অদূর ভবিষ্যতে মৃত্যু হতে পারেতার আবেদন পর্যালোচনা করতে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় নেবেন চিকিৎসকেরা।

যিনি স্বেচ্ছামৃত্যু বরণ করতে চানতাকে আইনজীবীর কাছে বা নোটারির কাছে জানাতে হবেতিনি ওষুধ খেয়ে স্বেচ্ছামৃত্যু চান।

কেন এই আইন করতে হলো?

সম্প্রতি অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত জানিয়েছেনস্বেচ্ছামৃত্যু বরণ না করতে দেয়া মানবাধিকার ভঙ্গের সামিল। তারপরই নতুন আইন জরুরি ছিল।

সুইজারল্যান্ডবেলজিয়ামনেদারল্যান্ডসস্পেন ও লুক্সেমবুর্গে স্বেচ্ছামৃত্যু স্বীকৃত। সুইজারল্যান্ডে বিদেশিরাও গিয়ে স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারে। জার্মানি ও ফ্রান্সে আদালত স্বেচ্ছামৃত্যুকে আইনসঙ্গত করলেও সরকার কোনো আইন করেনি। পর্তুগালের পার্লামেন্ট বিল পাস করলেও প্রেসিডেন্ট সেই বিলে সম্মতি দিতে রাজি হননি।

অর্ণব/এএমকে

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ