• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ইতালিতে আরও ৩ মাস বেড়েছে জরুরি অবস্থা

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৪:৩৮ পিএম

ইতালিতে আরও ৩ মাস বেড়েছে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও তিন মাস জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত জরুরি অবস্থা বহাল থাকবে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদের বৈঠকে জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর জরুরি আলোচনায়, প্রধানমন্ত্রী দ্রাঘী সরকার এই সিদ্ধান্ত নেন।

গত বছরের ৩১ জানুয়ারি থেকে দেশটিতে প্রথম জরুরি অবস্থা চালু হয়। চলমান এই জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর। দেশটিতে টানা জরুরি অবস্থার মেয়াদ চলছে প্রায় ২৩ মাস ধরে।

নূর/ডা

আর্কাইভ