• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ওমিক্রন : ভারতে ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৬:২৯ পিএম

ওমিক্রন : ভারতে ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশেই ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। তবে যেসব দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি রয়েছে ভারতের, সেসব দেশে ফ্লাইট চলাচলে কোনো বাধা নেই। এই নিষেধাজ্ঞা শুধু যাত্রীবাহী বিমানের ওপরই কার্যকর। বরাবরের মতো চালু থাকবে পণ্যবাহী আন্তর্জাতিক কার্গো ফ্লাইটগুলো।

বর্তমানে ৩১ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ রয়েছে ভারত। এর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, ভুটান, ফ্রান্স ও বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশ।

বেশ কিছু শর্তে আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা ছিল। তবে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটির সরকার।

অর্ণব/ডা.

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ