• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

যুক্তরাজ্যে সামাজিক সংক্রমণে ওমিক্রন

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৬:২৬ পিএম

যুক্তরাজ্যে সামাজিক সংক্রমণে ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর থেকে দেশজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে এই ধরনটি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে ওমিক্রনের সামাজিক সংক্রমণ হচ্ছে।’

স্থানীয় সময় সোমবার (৬ ডিসেম্বর) তিনি একথা বলেন। বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য।

তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ‘করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মহামারির পুনরুদ্ধার কার্যক্রম থেকে ব্রিটেনকে ছিটকে ফেলবে কিনা, সেটি বিচার করার সময় এখনও আসেনি।’

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার নতুন এই ধরন ছড়িয়ে পড়া আটকাতে কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষ নিয়ে সোমবার দেশটির পার্লামেন্টে তিনি বলেন, 'ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় চেষ্টার কোনো কমতি রাখছে না তার সরকার।'

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্রিটেনে এখন মোট ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৬ জন। এর মধ্যে ইংল্যান্ডে ২৬১ জন, স্কটল্যান্ডে ৭১ জন এবং ওয়েলসে ৪ জন।’ তিনি বলছেন, ‘আক্রান্তদের মধ্যে এমন অনেকে আছেন, যাদের বিদেশে ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাই আমরা এ বিষয়ে নিশ্চিত যে, ইংল্যান্ডের বহু এলাকায় এখন ওমিক্রন ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হচ্ছে।’


অর্ণব/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ