প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৫:৫০ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) পুরো বিশ্ব
প্রায় দুই বছর ধরে
বিপর্যস্ত। ধীরে ধীরে সেই
পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের
কারণে আবারও পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর
মধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড টিকার অন্যতম আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী সারাহ গিলবার্ট সতর্ক করেছেন ভবিষ্যতে আরও একটি মহামারি
নিয়ে।
ব্রিটিশ
এই বিজ্ঞানীর মতে, ওমিক্রনের বিরুদ্ধে
টিকা কম কার্যকর হতে
পারে। এটি সম্পর্কে বিস্তারিত
জানা না পর্যন্ত জনগণকে
সতর্ক থাকতে হবে।
তিনি
বলেন, ‘কোনো ভাইরাস আমাদের
জীবন এবং জীবিকাকে হুমকির
মুখে ফেলবে। সত্যটা হলো, পরবর্তী মহামারি
আরও খারাপ হতে পারে। এটি
আরও সংক্রামক বা মারাত্মক বা
উভয়ই হতে পারে।’
তিনি
আরও বলেন, ‘আমরা এমন পরিস্থিতি
হতে দিতে পারি না,
যেখানে আমরা যা করেছি
তার মধ্য দিয়েই আবার
যাই। তারপরও দেখা যায় যে,
আমরা বিশাল অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি। যার
কারণে পরবর্তী মহামারি মোকাবিলার প্রস্তুতির জন্য এখন পর্যাপ্ত
কোনো তহবিল নেই।’
নূর/ডাকুয়া