• ঢাকা বৃহস্পতিবার
    ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ৫, আহত ২০

প্রকাশিত: মে ২৪, ২০২১, ০১:২৬ পিএম

যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ৫, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওহাইও ও নিউজার্সি অঙ্গরাজ্যে পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং বার্তা সংস্থা এপি।

স্থানীয় সময় রোববার (২৩ মে) বেলা ২টার দিকে ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে টর্চ ক্লাব বার ও গ্রিলের বাইরে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

ইয়ংস্টাউন পুলিশ বিভাগের প্রধান কার্ল ডেভিস বলেছেন, বারটির ভেতরে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি। তবে ঘটনার সূত্রপাত শুরু হয়েছিল বারের ভেতরেই।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ ঘটনায় সম্ভাব্য কোনো সন্দেহভাজন ব্যক্তির বিবরণ প্রকাশ করা হয়নি। তাৎক্ষণিকভাবে বন্দুক হামলার উদ্দেশ্য পরিষ্কার ছিল না। আহতদের সেন্ট এলিজাবেথ ইয়ংস্টাউন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে দেশটির নিউজার্সির ফেয়ারফিল্ড টাউনশিপের একটি ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ মে) গভীর রাতে হওয়া এই হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সিএনএন জানিয়েছে, শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে শত শত অতিথির অংশ নেয়া একটি ঘরোয়া পার্টিতে বিশৃঙ্খলার পর গুলিবর্ষণ শুরু হয়। এতে কমপক্ষে দুইজন নিহত হয় এবং আরও এক ডজন মানুষ আহত হয়।

ক্যামডেনের কুপার বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে, কাম্বারল্যান্ড কাউন্টির একটি বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ছয়জন আহত ব্যক্তি তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ঘটনাস্থল থেকে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে মোট কতজন আহতকে ভর্তি করা হয়েছে তা পরিষ্কার নয়।

সবুজ/এএমকে
আর্কাইভ