• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব, হাঁস-মুরগিকে চুমু খেতে মানা

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৯:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব, হাঁস-মুরগিকে চুমু খেতে মানা

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে এখনও রয়েছে ভাইরাসটির তীব্র প্রভাব। এর মাঝেই আরও এক আতঙ্কের খবর দিয়েছে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)

সংস্থাটি জানিয়েছে, স্যালমোনেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। এতে দেশটির ৪৩টি অঙ্গরাজ্যে ১৬৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। পোলট্রি থেকে এই ব্যাকটেরিয়াটি ছড়াচ্ছে বলে জানায় তারা।

যে কারণে নাগরিকদের হাঁস, মুরগি পাখিকে চুমু খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সিডিসি বলেছে, এই সংক্রমণের সঙ্গে বাড়িতে পালিত মুরগির সম্পর্ক রয়েছে। তাই মুরগিকে চুমু খেলে বা জড়িয়ে ধরলে মুখে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তাই মুরগিকে চুমু খাওয়া বা জড়িয়ে না ধরতে অনুরোধ করা হয়েছে।

স্যালমোনেলা সংক্রমণের ফলে জ্বর, ডায়রিয়া, পেটব্যথা বমির উপসর্গ দেখা দেয়। অধিকাংশ ক্ষেত্রে কোনো চিকিৎসা ছাড়াই রোগী সুস্থ হয়ে ওঠে। তবে পরিস্থিতি জটিল হয়ে গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

সবুজ/এম. জামান

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ