• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ওমিক্রন নিয়ে আতঙ্ক নয় : বায়োএনটেক প্রধান

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৬:৫০ পিএম

ওমিক্রন নিয়ে আতঙ্ক নয় : বায়োএনটেক প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে এক মহা আতঙ্কের নাম করোনাভাইরাস। সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাসটি তার ভ্যারিয়েন্ট পরিবর্তন করছে। সম্প্রতি তার আরও এক নতুন ভ্যারিয়েন্ট প্রকাশ পেয়েছে। যার নাম দেয়া হয়েছে ওমিক্রন। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উগুর শাহিন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে পরামর্শ দেন তিনি।

সাক্ষাৎকারে উগুর শাহিন বলেন, ’করোনা টিকা নেয়ার পরও অনেক মানুষ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও তাদের গুরুতর অসুস্থ না হওয়া থেকে সুরক্ষিত থাকবেন।

তিনি বলেন, ‘মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে- আতঙ্কিত হবেন না মহামারিকে হারানোর পরিকল্পনা আগের মতোই আছে। করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার গতি আরও বাড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, ’ফাইজারের টিকা নেয়ার পরও যারা এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়া ঠেকাতে এই টিকা তার কার্যকারিতা ইতোমধ্যে প্রমাণ করেছে।

তিনি আরও বলেন, ’নতুন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বিজ্ঞানের ওপর বিশ্বাস রেখে ফাইজারের টিকা কার্যকর বলে আমরা আস্থা রাখছি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন সোমবার (২৯ নভেম্বর) হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে পরামর্শ দেন তিনি।  

বাইডেন বলেন, ’বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগের হলেও আতঙ্কিত হবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ’আপনি যদি টিকা নেয়ার পরও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত হন, তাহলে টিকার বুস্টার ডোজ নিয়ে নিন। আর আপনি যদি টিকাই না নিয়ে থাকেন, তা হলে টিকা নিয়ে নিতে হবে। যত দ্রুত সম্ভব টিকার প্রথম ডোজ নিয়ে নিন।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পরপরই এর সংক্রমণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

এক বিশেষজ্ঞ দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার বি...৫২৯ নামক এই ভ্যারিয়েন্টকেযাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করবলে আখ্যায়িত করেছেন।

এমনকি করোনার ধরন মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওমিক্রন নিয়ে সৃষ্ট আতঙ্কে আফ্রিকার দেশগুলোর বিরুদ্ধে একে একে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে বিশ্বের বহু দেশ।

 

ডিআই/এআরআই/এম. জামান

আর্কাইভ