• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের তাণ্ডব

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৬:০৩ পিএম

আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে উগ্রপন্থী ইহুদিরা। রোববার (২৩ মে) সকালে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিরা এই হামলা চালায়। এর আগে ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বের করে দেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে, ফজরের নামাজের সময় ইসরায়েলি পুলিশ মুসল্লিদের ওপর হামলা চালায়। সময় পুলিশ নির্দয়ভাবে লাঠিপেটা করে মসজিদ প্রাঙ্গণ থেকে ফিলিস্তিনিদের বের করে দেয়। মুসল্লিরা বের হওয়ার পর উগ্রপন্থী ইহুদিরা প্রবেশ করে।

পুলিশ ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মাঝে আল-আকসা মসজিদ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইসলামিক ওয়াকফ কাউন্সিলের কর্মকর্তা আলী ওয়াজুজও আছেন। ছাড়া হামলার ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে মসজিদের নিরাপত্তাকর্মী ফাঁদি আলিয়ানকেও গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ।

ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। ৪৫ বছরের কম বয়সী কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

রমজান মাস উপলক্ষে আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। আজ রোববার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। অন্তত ৫০ জন উগ্র জাতীয়তাবাদী ইহুদি সময় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। ইসরায়েলি পুলিশ ইহুদিদের নিরাপত্তা বেষ্টনীর মাঝে রেখে প্রবেশ করায়।

মুসলমানদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল হারামাইন শরিফ আল-আকসা মসজিদ ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত। ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল। 

সাদাত/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ