• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নিজের দুই মেয়ে ও ভাইকে হত্যা করলেন ‘হতাশাগ্রস্ত’ ব্যক্তি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০২:৪২ এএম

নিজের দুই মেয়ে ও ভাইকে হত্যা করলেন ‘হতাশাগ্রস্ত’ ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

মানসিক অবসাদে ভোগা এক হতাশাগ্রস্তব্যক্তির আক্রমণে নিজের দুই কিশোরী মেয়ে, ভাই  ও পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৭ নভেম্বর) ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার শেওড়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ দেবরয়।

আগরতলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত জানান, অভিযুক্ত প্রদীপ দেবরয় সকালে শেওড়াতলী গ্রামের বাড়িতে তার দুই কিশোরী মেয়ে ও ছোট ভাইকে অতর্কিত হামলা করে ঘটনাস্থলেই হত্যা করেন। গুরুতর আহত তার স্ত্রীকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবরয় তখন রাস্তায় এক অটোরিকশা চালককে থামিয়ে তাকে হত্যা করেন এবং তার ছেলেকে গুরুতর আহত করেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দেবরয় তার ওপর হামলা চালান। সেনগুপ্ত প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, ‘আগরতলা সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।’

পুলিশ সুপার কিরণ কুমার জানান, দেবরয় গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেডআই/ডাকুয়া

আর্কাইভ