• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

আপনিও বাড়ি কিনতে পারেন মাত্র ৯৭ টাকায়

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৫:৫৫ পিএম

আপনিও বাড়ি কিনতে পারেন মাত্র ৯৭ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

দেশ, শহর ও আকারভেদে একটি বাড়ি কিনতে লাখ টাকা থেকে কোটি কোটি দরকার। কিন্তু ইতালির দক্ষিণাঞ্চলে বাড়ির দাম শুনলে অবাক হতে হয়। মাত্র কয়েক টাকায় একটি বাড়ি পাওয়া যায় সেখানে। দাম মাত্র এক ইউরো বা ৯৭ টাকা।

সত্তরের দশকের মাঝামাঝি ইতালির উত্তরাঞ্চলের শিল্প বাণিজ্যে সমৃদ্ধ হয়ে উঠলেও, পিছিয়ে ছিল দক্ষিণাঞ্চল। ফলে ভৌগোলিক এবং রাজনৈতিক নানা কারণে ইতালির বেশ কিছু অঞ্চল সেভাবে বিকাশ লাভ করতে পারেনি। দক্ষিণাঞ্চলের মানুষেরা জীবিকার সন্ধানে অন্যান্য জায়গায় চলে যায়। শুধু পড়ে থাকে তাদের পরিত্যক্ত বাড়ি। তাই মাত্র ৯৭ টাকাতেই এখানকার স্থানীয় প্রশাসনের তরফ থেকে বাড়িগুলো বিক্রি করে দেয়া হচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে জনবসতি ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য।

মাত্র ৯৭ টাকাতে বাড়ি বিক্রির পরিকল্পনা প্রথম শুরু হয় ইতালির দক্ষিণের আব্রুজ্জো প্রদেশে। বর্তমানে পাশাপাশি আরও ছয়টি প্রদেশের সরকার একই রাস্তায় হাঁটছে। আব্রুজ্জো প্রদেশের বেশ কয়েকটা পৌরসভায় ১৯৩০ সাল নাগাদ জনসংখ্যা ছিল প্রায় ১৩ হাজারের কাছে। কিন্তু বর্তমানে সেই সংখ্যা হয়ে দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার।

মূলত এখানকার মানুষ শিল্পসমৃদ্ধ অঞ্চলে পাড়ি জমানোর কারণে, এসব এলাকা জনসংকটে পড়েছে। সেই সংকট দূর করতে বাড়ি বিক্রির প্রকল্প চালু হয়েছে এই অঞ্চলগুলোতে। এই বাড়ি শুধু ইতালির বাসিন্দারা নয়, বিদেশিরাও কিনতে পারবেন। এখানে বাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে। প্রথমেই নির্দিষ্ট পৌরসভার ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের মাধ্যমে নির্বাচিত হলে ক্রেতাকে বাড়ি পছন্দ করার সুযোগ দেয়া হয়।

বাড়ি ক্রেতার পছন্দ হলেই, পৌরসভার সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর হবে। তবে ক্রেতাকে বাড়িটি মাত্র ৯৭ টাকায় দেয়া হলেও, সিকিউরিটি মানি হিসেবে পৌরসভার কাছে জমা রাখতে হবে প্রায় ৫ হাজার ইউরো। দুই বছরের মধ্যে ক্রেতাকে নিজের খরচায় বাড়িটি মেরামত করে বসবাসযোগ্য করে তুলতে হবে।

পৌরসভার তরফ থেকে গ্যাস, বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা করে দেয়া হবে। বাড়ির সব রকম সংস্কার সম্পূর্ণ হলে পৌরসভার কাছে জমা রাখা ৫ হাজার ইউরো ক্রেতা ফেরত পাবেন।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ