প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৩:১৯ পিএম
আতঙ্ক
হয়ে দেখা দেয়া করোনাভাইরাসের
ভারতীয় ধরন নিয়ে স্বস্তির
খবর দিয়েছে যুক্তরাজ্য সরকার। ভারতীয় ধরনের (বি ১.৬১৭.২) বিরুদ্ধে
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ফাইজার-বায়োএনটেকের
টিকা ৮০ শতাংশের বেশি
কার্যকর। যুক্তরাজ্য সরকার পরিচালিত নতুন একটি গবেষণা
থেকে এ তথ্য জানা
যায়।
যুক্তরাজ্য
সরকারের পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে
করোনা টিকার কার্যকারিতা নিয়ে নতুন এ
গবেষণা করা হয়েছে ।
গবেষণার ফলাফলে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ৬০ শতাংশ
এবং ফাইজার-বায়োএনটেকের টিকা করোনার ভারতীয়
ধরনের বিরুদ্ধে ৮৮ শতাংশ সুরক্ষা
দেয়। তবে দুই ডোজ
নেয়ার পর এই কার্যকারিতা
পাওয়া যায়। এক ডোজ
নেয়ার পর ৩৩ শতাংশ
কার্যকারিতা পাওয়া যায়।
ফাইজার-বায়োএনটেক নামে পরিচিত টিকা
মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান
বায়োএনটেক যৌথভাবে তৈরি করেছে। বিশ্বের
প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য
গত বছরের ডিসেম্বরে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার অনুমোদন দেয়। যুক্তরাজ্য প্রথম
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন
দেয় গত বছর ডিসেম্বরে।
ভারতের সেরাম ইনস্টিটিউট এই টিকা ‘কোভিশিল্ড’ নামে
উৎপাদন করছে।
করোনার
ভারতীয় ধরনটিকে (বি ১.৬১৭.২) অতি সংক্রামক
হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাজ্যসহ
বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভারতীয়
ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় ধরনকে উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছে।
করোনার
দ্বিতীয় ঢেউয়ে ভারতে প্রতিদিন কয়েক লাখ মানুষ
আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছেন চার
হাজারের বেশি। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নতুন
ধরনকে দায়ী করা হচ্ছে।
সাদাত/এএমকে