• ঢাকা মঙ্গলবার
    ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

শারীরিক মিলনে কমতে পারে মাথাব্যথা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৭:০১ পিএম

শারীরিক মিলনে কমতে পারে মাথাব্যথা

আন্তর্জাতিক ডেস্ক

মাথাব্যথা কিংবা শরীরের অন্যত্র ব্যথা হলে অনেকেই না বুঝে ওষুধ সেবন করেন। চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজে নিজেই ব্যবস্থা নেন। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওষুধ নেয়াতে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও কয়েকগুণ বেড়ে যায়। তবে আমেরিকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশারের মতে, শরীরের ব্যথা কমাতে ওষুধের দরকার নেই। বরং যৌন সম্পর্কই শ্রেয় বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে স্ট্রেইশার জানান, অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথাব্যথা কমে যেতে পারে। এমনকি জয়েন্টের ব্যথাও কমে যায়।

তার মতে, মিলনের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকে এন্ড্রোফিন রস নিঃসৃত হয়। শরীর থেকে বেশি মাত্রায় এন্ড্রোফিন বেরিয়ে যাওয়ার কারণেই, দ্রুত মাথাব্যথা থেকে রেহাই পাওয়া যায়। শুধু মাথাই নয়- শরীরের বিভিন্ন অংশের ব্যথাও যৌন মিলনে দূর হয় বলে দাবি করেন তিনি।

 এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ পরামর্শ দেন, শরীরে বেশ কিছুদিন ধরে কোনো ব্যথা দেখা দিলে পেইন কিলার না খেয়ে নিয়মিত যৌন মিলনের অভ্যাস গড়ে তোলাই শ্রেয়। লরেনের বলেন, ‘যৌন উত্তেজনায়, সাময়িক হলেও মনোযোগ বিক্ষিপ্ত হয়। এই কারণে, ব্যথার বোধ খানিকটা দূর হয়।’

তবে প্রচণ্ড মাথা ব্যথার ক্ষেত্রে এই মতবাদ কার্যকরী নয় বলে আরও জানিয়েছেন এই বিশেষজ্ঞ।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ