প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০১:৪২ এএম
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮
জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। নিহতদের মধ্যে আছে এক স্কুলছাত্রও।
ধারণা করা হচ্ছে, জাতিসংঘের একটি সেনাবহরকে টার্গেট করে এই হামলা
চালানো হয়েছে। আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
জিহাদি গোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে বলে খবরে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ওভার) সকালের দিকে ভয়াবহ ওই বিস্ফোরণে কেঁপে ওঠে সোমালিয়ার
রাজধানী শহরটি। পুরো দিনজুড়ে সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পুলিশের মুখপাত্র
আব্দিফাতাহ আদেন হাসান বলেন, ‘আমরা ৮ জনের মরদেহ উদ্ধার করেছি এবং ১৭ জন
আহতকে হাসপাতালে ভর্তি করেছি।’
তবে হতাহতের মধ্যে জাতিসংঘের কোনো সেনা সদস্য রয়েছে কি না তা নিশ্চিত হওয়া
যায়নি। একটি স্কুলের পাশ দিয়ে সেনা বহরটি যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটানো হয়। এ নিয়ে
জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কোনো প্রতিক্রিয়া
জানাননি।
শামীম/এম. জামান