• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

অভিযুক্ত আমিরাতি জেনারেল হলেন ইন্টারপোলের প্রেসিডেন্ট

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১২:১৪ এএম

অভিযুক্ত আমিরাতি জেনারেল হলেন ইন্টারপোলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আমিরাতের পুলিশ মহাপরিদর্শক আহমেদ নাসের আল রাইসি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আগামী চার বছরের জন্য তিনি নির্বাচিত হন। ইন্টারপোলের নির্বাহী কমিটির সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

আন্তর্জাতিক আইনপ্রয়োগকারী সংস্থার সাধারণ বার্ষিক সভা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানরা ভোটে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে এ পুলিশ কর্মকর্তার নাম ঘোষণা করে গ্লোবাল পুলিশিং বডি। 

ইন্টারপোল জানিয়েছে, তিন দফা ভোট গ্রহণ করা হয়। চূড়ান্ত পর্বে তিনি ৬৮.৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।

মেজর জেনারেল পদমর্যাদার আহমেদ নাসের আল রাইসি সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত রয়েছেন। 

ইন্টারপোলের এ নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মানবাধিকার গোষ্ঠীগুলোকে নির্যাতন ও নিয়মবহির্ভূতভাবে আটকে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ