• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

কারাগারে কয়েদিদের চাপ কমাতে মুক্তি দিচ্ছে ইকুয়েডর

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৩:৩৯ পিএম

কারাগারে কয়েদিদের চাপ কমাতে মুক্তি দিচ্ছে ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক

কারাগারে ধারণক্ষমতার তুলনায় কয়েদির সংখ্যা বেশি। এত বেশি কয়েদি নিয়ে বড় সমস্যায় রয়েছে ইকুয়েডরের জেল কর্তৃপক্ষ। এ অবস্থা থেকে মুক্তি পেতে কিছু কয়েদিকে ক্ষমা করে দিচ্ছে ইকুয়েডর সরকার। সোমবার দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানোর পর মঙ্গলবার (২৩ নভেম্বর) কয়েকজন কয়েদিকে ক্ষমাও করে দেয়া হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্টের দফতরের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে কোন ধরনের অপরাধীদের ক্ষমা করার তালিকায় রাখা হয়েছে, সে সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য অবশ্য দেননি ওই কর্মকর্তা। কতসংখ্যক অপরাধীকে ক্ষমা করা হবে এবং মঙ্গলবার এই ক্ষমার আওতায় কতজনকে মুক্তি দেয়া হয়েছে- তাও জানাননি তিনি।

তবে তিনি জানিয়েছেন, গুরুতর নয়- এমন অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদিদেরই ক্ষমা করছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো।

পাশাপাশি, তাদের অপরাধের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতিপত্রেও স্বাক্ষর করতে হচ্ছে মুক্তিপ্রাপ্ত কয়েদিদের।

সরকারি তথ্য অনুযায়ী, ইকুয়েডরের সব কারাগারে মোট কয়েদি ধারণক্ষমতা ৩৯ লাখ, কিন্তু দেশটির কারগারগুলোতে বর্তমানে আছে ধারণক্ষমতার চেয়ে ৩০ শতাংশ বেশি কয়েদি।

প্রেসিডেন্টের দফতরের ওই কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, ইকুয়েডরের বিভিন্ন কারাগারে বর্তমানে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ার ১৭০ জন কয়েদি বন্দি আছেন। তাদেরসহ সব বিদেশি কারাবন্দিদের দ্রুত নিজেদের দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ