• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় সাংবাদিক নিহত

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৯:০০ পিএম

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি রেডিও মোগাদিসুর জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন। শনিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শহরের একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আবদিআজিজ মাহমুদের চাচাতো ভাই আব্দুল্লাহি জানান, ‘আবদিআজিজ রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরপরই আত্মঘাতী বোমা হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আল-শাবাবের কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এই গুণী সাংবাদিক আবদিআজিজ।’

এএফপির এক প্রতিবেদনে জানা যায়, পুলিশ নিশ্চিত- এটি আত্মঘাতী বোমা হামলা ছিল। এক বিবৃতিতে সোমালিয়ান উপ-তথ্যমন্ত্রী আবদিরাহমান ইউসুফ ওমর বলেন, ‘দেশ একজন সাহসী মানুষকে হারাল।’

ওই প্রতিবেদনে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবলের একটি বিবৃতিও রয়েছে। বিবৃতিতে তিনি নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সাংবাদিক আবদিআজিজ আল-শাবাবের কট্টর সমালোচক ছিলেন। সম্প্রতি আল-শাবাবের হাতে বন্দি হওয়া লোকজনের সাক্ষাৎকার নিয়ে আলোচনায় আসেন।

জেডআই/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ