• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

গন্ডার বাজালো কি-বোর্ড !

প্রকাশিত: মে ২২, ২০২১, ০৮:৩৬ পিএম

গন্ডার বাজালো কি-বোর্ড !

আন্তর্জাতিক ডেস্ক

গন্ডারকে কখনো কেউ কি-বোর্ড বাজাতে দেখেছেন? নিশ্চয়ই না! সেই অপূর্ণতা পূরণ করল ‌'বন্ধু' নামের একটি গন্ডার। কি-বোর্ড বাজিয়ে নিজের জন্মদিন উদযাপন করে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে বন্ধু। আমেরিকার কলোরাডো রাজ্যের ডেনভার চিড়িয়াখানার বাসিন্দা ওই একশৃঙ্গ পুরুষ গন্ডারটির সম্প্রতি জন্মদিন পালিত হয়েছে। বছর গন্ডারটি ১২ বছরে পা দিয়েছে। জন্মদিনে তাকে কি-বোর্ড বাজাতে দেখা যায়।

ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করা হলে মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। এর ক্যাপশন দেয়া হয়, ‘শুভ জন্মদিন, বন্ধু। আজই ১২ বছরে পা দিয়েছে আমাদের এই চিড়িয়াখানার বাসিন্দা। আজ ওর জন্মদিন, কিন্তু একটি গান আপনাদের উপহার দিতে চায়। গানটি ওরই লেখা। এর পর আমাদের চিড়িয়াখানায় এলে বন্ধুকে দেখে যেতে ভুলবেন না।

ভিডিওতে দেখা গেছে, চিড়িয়াখানার এক কর্মী খাঁচার বাইরে থেকে একটি কি-বোর্ডে গন্ডারটির মুখের সামনে ধরেছেন। আর গন্ডারটি ঠোঁট দিয়ে আপন মনে বাজনা বাজিয়ে চলেছে। এতে খুশি হয়ে ওই কর্মী খাবার দিচ্ছেন গন্ডারটির মুখে।

ইনস্টাগ্রামের এই পোস্টে গন্ডারের সঙ্গীত প্রেম দেখে উচ্ছ্বসিত দর্শকদের কেউ লিখেছেনশ্রেষ্ঠ গান, আবার কেউবা লিখেছেনওকে কেউ এমি পুরস্কার দিন

অপূর্ব শর্মা/এম. জামান

 

আর্কাইভ