• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

প্রাপ্তবয়স্ক সবাইকে করোনার বুস্টার ডোজ দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ১২:১২ এএম

প্রাপ্তবয়স্ক সবাইকে করোনার বুস্টার ডোজ দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

সংক্রমণ পরিস্থিতি অবনতি হচ্ছে যুক্তরাষ্ট্রে। সে কারণে দেশের সব প্রাপ্তবয়স্কের জন্য করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। শুক্রবার (২০ নভেম্বর) এই অনুমোদন দেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) শুক্রবার এ বিষয়ে একটি প্রস্তাবনা দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রশেল ওয়ালেনস্কির কাছে পাঠিয়েছে। ওয়ালেনস্কি তাতে স্বাক্ষরও করেছেন।

ফলে, বুস্টার ডোজের জন্য প্রাপ্তবয়স্কদের বয়সসীমা নির্ধারণ নিয়ে যে জটিলতা দেশটিতে শুরু হয়েছিল, কার্যত তার অবসান ঘটল শুক্রবার।

এক বিবৃতিতে সিডিসির পরিচালক বলেন, ‘এটি ইতোমধ্যে প্রমাণিত যে করোনা টিকার বুস্টার ডোজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়াতে সক্ষম। আমরা আশা করছি, সব প্রাপ্তবয়স্কের জন্য বুস্টার ডোজের অনুমোদন চলতি শীতের মৌসুমে সংক্রমণের বিস্তৃতি ও এই রোগের তীব্রতা ঠেকাতে জোরালো ভূমিকা রাখবে।’

সিডিসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ১৮ শতাংশ করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। দেশটির স্বাস্থ্যসেবা বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বুস্টার ডোজের বয়সসীমা নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নিতে বেশি সময় নেয়াই এই নিম্নহারের মূল কারণ।

এফডিএর পূর্ববর্তী ঘোষণা ছিল-কেবল পঞ্চাশোর্ধ লোকজনই বুস্টার ডোজ নিতে পারবেন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণসহ দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ।

শামীম/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ