• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

বায়ু দূষণের কারণে দিল্লিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৮:৩১ পিএম

বায়ু দূষণের কারণে দিল্লিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লি ও লাগোয়া শহরগুলোর স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। মঙ্গলবার ১৬ নভেম্বর মধ্য রাতে এ নির্দেশনা জারি করা হয়।

দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি এতটা নাজুক যে, সরকারি কর্মীদের অফিসে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি কর্মীদের বাড়ি থেকে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বেসরকারি সংস্থাগুলোর ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।

দিল্লির দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে করণীয় নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে কয়েকদিন ধরেই। দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে দিল্লি এবং আশপাশের শহরের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে হলো। মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম) এ নির্দেশনা দিয়েছে। সশরীরে উপস্থিত না থেকে কোভিডের সময় অনলাইনে যেভাবে ক্লাস চলতো সেভাবেই ক্লাসের নির্দেশনা দেয়া হয়েছে।

গত কয়েক বছরে বায়ু দূষণ একটি বড় বিপদ হয়ে সামনে এসেছে। ফসলের অবশিষ্ট জ্বালানো, বাজি ফোটানো, কারখানা আর দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া, যানবাহনের সংখ্যা বাড়া এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

দিল্লির বায়ু দূষণ এত তীব্র আকার ধারণ করেছে যে, সেখানে নিঃশ্বাস নেয়া কষ্টকর হয়ে উঠেছে। তবে এই দূষণ শুধু দীপাবলি উপলক্ষে দিল্লিতে বাজি পোড়ানো বা পাঞ্জাব-হরিয়ানায় ফসলের অবশিষ্ট জ্বালানোর কারণেই হয়নি। এর পেছনে আরও অনেক কারণ রয়েছে।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ