প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৪:৫০ পিএম
মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হওয়া সহযাত্রীর চিকিৎসা করে প্রশংসার বানে ভাসছেন
ভারতীয় এক ডাক্তার। এই কাজে আপ্লুত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি
ইন্ডিগোর টুইট শেয়ার করে প্রশংসা করেছেন। এত এত কাণ্ডের কারণ- ওই ডাক্তার যে মোদি সরকারের একজন মন্ত্রী। তিনি কেন্দ্রীয়
মন্ত্রী ভাগবত কারাড। ইন্ডিগো বিমান সংস্থার বিমানে মঙ্গলবার (১৬ নভেম্বর) ঘটেছে
এই ঘটনা।
ভাগবত কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মহারাষ্ট্র থেকে তিনি
রাজ্যসভার সাংসদ হয়েছেন। মন্ত্রী ভাগবত পেশায় চিকিৎসক। তিনিই মঙ্গলবার ইন্ডিগোর
বিমানে দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন। মাঝপথে বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে
তিনি ওই ব্যক্তির চিকিৎসা করেন।
সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বিমানের আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী এবং ভাগবত তাকে পরীক্ষা করছেন। এ নিয়ে
তিনি বলেছেন, ‘ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল। খুব ঘামছিলেন।
এখন ঠিক আছেন।’ মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হন বিমানের
ওই যাত্রী।
ইন্ডিগো নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে গোটা ঘটনার কথা বলে ধন্যবাদ
জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। সেই টুইট শেয়ার করে মোদি লিখেছেন, ‘হৃদয়ে তিনি সর্বদা চিকিৎসক। দারুণ কাজ আমার সহকর্মীর।’
শামীম/ডাকুয়া