• ঢাকা শুক্রবার
    ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে শ্রীলঙ্কায়

প্রকাশিত: মে ২২, ২০২১, ০১:২৬ এএম

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে শ্রীলঙ্কায়। দ্বীপ দেশটিতে শুরুতে সংক্রমণের হার কম থাকলেও গত কয়েকদিন ধরে তা বেড়ে চলেছে। এ সময়ে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন।

শুক্রবার (২১ মে) থেকে শ্রীলঙ্কার রাস্তাঘাট নীরব হয়ে গেছে। কেননা জরুরি প্রয়োজন ছাড়া এখন লোকজন ঘরের বাইরে আসতে পারবে না। দেশটিতে এমনই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।

শ্রীলঙ্কায় বর্তমান প্রতিদিন প্রায় তিন হাজার করোনা রোগী সনাক্ত হচ্ছে। গত এক মাস আগের তুলনায় যা এক হাজার শতাংশ বেশি। আর এ পরিস্থিতিতে চীন শ্রীলঙ্কায় তাদের প্রভাব বাড়ানোর সুযোগ নিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শ্রীলঙ্কার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শশিকা বান্দ্রা বিবিসিকে বলেন, ‘মহামারীর প্রকোপ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সামর্থ্য আমাদের নেই। যতক্ষণ পর্যন্ত প্রকোপ না বাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকবে। প্রকোপ বাড়লে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে।’

চীন এ পর্যন্ত শ্রীলঙ্কাকে ১১ লাখ ডোজ  টিকা দিয়েছে। বিশেষজ্ঞ রবি রান্নান-এলিয়া বলেন, শ্রীলঙ্কার মতো দেশগুলোর এখন চীনের সহায়তা দরকার। কেননা একমাত্র চীনই করোনাভাইরাস মোকাবেলায় চাহিদা অনুযায়ী সরঞ্জাম তৈরি করছে। তাছাড়া সফলভাবে তারা করোনাভাইরাস মোকাবেলা করতে পেরেছে।

এসএইচ/
আর্কাইভ