• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ভূমিকম্পে কেঁপে উঠল ইরানসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০১:২১ এএম

ভূমিকম্পে কেঁপে উঠল ইরানসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের দক্ষিণাঞ্চলে। বন্দর নগরী আব্বাস শহরে বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে বলে দেশটির সরকারি বার্তাসংস্থা আইএসএনএর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এই ভূমিকম্প মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস।

রোববার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮ মিনিটের দিকে ইরানের দক্ষিণের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আইএসএনএ বলছে, ইরানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ৩।

ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের উত্তর-পশ্চিমের ৫৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের এই উৎপত্তিস্থল দুবাই শহর থেকে ২৭৮ কিলোমিটার উত্তরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রোববারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। বন্দর আব্বাসের ৫৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় দেশটিতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আইএসএনএ বলছে, ইরানে আঘাত হানা এই ভূমিকম্পে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবির পাশাপাশি কাতার, বাহরাইন, ওমানের কিছু অংশ এবং সৌদি আরবও কেঁপেছে।

জেডআই/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ