• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে বিমান, বাঁচলেন পাইলট ও যাত্রী

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ১২:৫৬ এএম

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে বিমান, বাঁচলেন পাইলট ও যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ভেঙে পড়ল যাত্রীবাহী একটি ছোট বিমান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বিমানে পাইলট ছাড়া ছিলেন মাত্র একজন যাত্রী। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমান সমুদ্রে ভেঙে পড়ার আগেই তারা দুইজন পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে প্রাণে বাঁচেন।

তীব্র গরম থেকে রেহাই পেতে পারথ শহরের সমুদ্র সৈকতে তখন গোসল করছিলেন স্থানীয়রা। সেই সময় তাদের চোখে ধরা পড়ে বিমান ভেঙে পড়ার ওই দৃশ্য। শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টা নাগাদ ওই ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, ইঞ্জিন বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সমুদ্র সৈকত থেকে মাত্র ২০ মিটার দূরে ঘটনাটি ঘটায় সহজেই সাঁতরে পাড়ে পৌঁছতে পেরেছেন বিমানের পাইলট ও ওই যাত্রী।

২০১৮ সালে প্রশান্ত মহাসাগরের বুকে একই ভাবে ভেঙে পড়েছিল পাপুয়া নিউগিনির একটি বিমান। সেবারও প্রাণে বেঁচেছিলেন ৪৭ জন যাত্রী।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ