• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দুই সপ্তাহের চাকরি, বেতন ৯ লাখ টাকা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৫:৫৪ পিএম

দুই সপ্তাহের চাকরি, বেতন ৯ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র দুই সপ্তাহের কাজ। আর তাতেই হাতে আসবে ৯ লাখ টাকা। কাজ যে খুব কঠিন তাও নয়। বরং বলা যায় খুব স্বাভাবিক। নিশ্চয় কাজটি জানতে মন উসখুস করছে। যাহোক এবার আসা যাক মূল কথায়।

ব্রিটেনের এক সম্ভ্রান্ত দম্পতি বড়দিন এবং নতুন বছরে এডিনবরার এক দুর্গে বাকি সদস্যদের সঙ্গে ছুটি কাটাবেন। তাদের যমজ দুই সন্তান রয়েছে। অন্য সদস্যদের সঙ্গে আমোদ-প্রমোদে ব্যস্ত থাকার সময় তাদের যমজ সন্তানের দেখাশোনায় কোনো রকম কমতি রাখতে চান না দম্পতি। আমোদ-প্রমোদও হবে আবার সন্তানদের কোনো অসুবিধাও হবে না। একসঙ্গে দুই কাজ ঠিকমতো করতে বিশেষ আয়া রাখার কথা ভেবেছেন তারা।

এ বিষয়ে বেতনের কথা উল্লেখ করে একটি বিজ্ঞাপনও দিয়েছেন ওই দম্পতি। কাজ করতে হবে দু’সপ্তাহ। তবে সেবা দিতে হবে ২৪ ঘণ্টা। বাচ্চাদের খাওয়ানো, গোসল করানো, ঘুরতে নিয়ে যাওয়া-সহ বাচ্চাদের ভালো রাখতে যা যা প্রয়োজন সব কিছুই করতে হবে। ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এ কাজ করতে হবে। অর্থাৎ বড়দিন এবং নতুন বছরের কোনো ছুটি তিনি পাবেন না। এই সময়ের জন্য তাকে ৯ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় নয় লাখ রুপি) দেয়া হবে।

বিজ্ঞাপনে বলা হয়েছে, আবেদনকারী আয়ার এ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই কাজের জন্য পরিচয় ও তথ্য না প্রকাশ করা সংক্রান্ত বিশেষ চুক্তিও করতে হবে। এবং অবশ্যই আয়ার দু’টি করোনা টিকা নেয়ার প্রশংসাপত্র থাকা জরুরি।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ