• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঝড়ের কারণে অভিবাসনপ্রত্যাশীদের প্রতি সদয় হলো ইতালি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০১:২৫ এএম

ঝড়ের কারণে অভিবাসনপ্রত্যাশীদের প্রতি সদয় হলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

উত্তাল ভূমধ্যসাগরে কয়েকদিন ধরে ভাসতে থাকা তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে অবশেষে তীরে নামার অনুমতি দিয়েছে ইতালি। বুধবার (১০ নভেম্বর) ৩০৬ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে সিসিলি যাওয়ার অনুমতি পেয়েছে উদ্ধারকারী জাহাজ ওশিন ভাইকিং।

ইউরোপভিত্তিক দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানি এক টুইটে বলেছে, ওশিন ভাইকিংয়ের আরোহীদের জন্য বিশাল স্বস্তি। ইতালির সামুদ্রিক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, জাহাজের ৩০৬ আরোহী সিসিলির অগাস্টায় নামতে পারবে।

অভিবাসনপ্রত্যাশীদের তীরে নামার অনুমতি দেয়ার কারণ হিসেবে সংস্থাটি জানায়, রাতে আরও একটি প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। তীরে নামানোর প্রক্রিয়ায় কোনো ধরনের স্থবিরতা এড়াতে কর্তৃপক্ষগুলোকে প্রস্তুত হতে আহ্বান জানানো হয়েছে।

অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টা আগেই ওশিন ভাইকিংয়ের ক্রুরা জানিয়েছিলেন, প্রবল বৃষ্টিতে জাহাজের ডেকে থাকা অভিবাসনপ্রত্যাশীরা পুরোপুরি ভিজেছেন এবং ঠাণ্ডায় ঠকঠক করে কাঁপছিলেন। বিরূপ আবহাওয়ায় মঙ্গলবার রাতে জাহাজটিতে দুই মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছিল বলে জানিয়েছে এসওএস মেডিটেরানি।

অবৈধ অভিবাসন ঠেকাতে ইতালি সরকারের ওপর রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। সমুদ্রপথে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীদের ঢুকতে না দেয়ার দাবি জোরদার হচ্ছে দেশটিতে। তবে শক্তিশালী ঝড়ের মুখে মানবিক কারণে ওশিন ভাইকিংয়ের আরোহীদের তীরে নামার অনুমতি দিয়েছে দেশটি।

এর আগে, গত সপ্তাহে অসুস্থ ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠ পরিজন মিলিয়ে মোট আট অভিবাসনপ্রত্যাশীকে জাহাজটি থেকে নামিয়ে নিয়েছিল ইতালীয় কোস্টগার্ড। সেই থেকে ৯ শিশুসহ জাহাজের বাকি ৩০৬ অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসা উপকূলে উদ্ধারের অপেক্ষায় দিন গুনছিলেন।

গত রোববার সি-আই ৪ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ টানা কয়েকদিন অপেক্ষার পর অনুমতি পেয়ে সিসিলির ত্রাপানি বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে আট শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ