• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

টিকা নিয়ে নারীর সঙ্গ নাও!

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১২:৫২ এএম

টিকা নিয়ে নারীর সঙ্গ নাও!

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের টিকা নিয়ে কত ঘটনারই জম্ম হয়েছে। টিকা নিতে উৎসাহী করতে কোনো কোনো দেশের সরকার বিভিন্ন রকম পুরস্কারের ঘোষণা দিয়েছে। কোনো সরকার নগদ অর্থ দিয়েছে। কোনো দেশের সরকার ছুটি দিয়েছে। কোথাও কোথাও গরু পুরস্কারও দেয়া হয়েছে। আবার কোথাও টিকা ভীতিতে নদীতে ঝাঁপিয়ে গ্রামবাসী পালিয়েছে। তবে টিকা নিতে উৎসাহী করতে এবার জানা গেল অবাক করা এক পুরস্কারের কথা। টিকা নিলে বিনামূল্যে যৌনপল্লীতে সময় কাটানোর সুযোগ পাবেন ভিয়েনার নাগরিকেরা।

করোনাভাইরাসের টিকাকরণ নিয়ে কড়া নীতি নিয়েছে ভিয়েনা সরকার। এরপরও নাগরিকদের মধ্যে তেমন সচেতনতা দেখা দেয়নি। এ পরিস্থিতিতে দেশটিতে টিকাকরণের গতি বাড়াতে অভিনব এই সমাধান বের করে দেশটির একটি যৌনপল্লী।

অস্ট্রিয়ার ফান পালাস্ট যৌনপল্লীতে চালু হয়েছে এই নিয়ম। কোনো গ্রাহক যৌনপল্লীতে খোলা টিকা শিবির থেকে টিকা নিলে পছন্দের যৌনকর্মীর সঙ্গে বিনামূল্যে আধা ঘণ্টা সময় কাটানোর সুযোগ পাবেন তিনি।

সম্প্রতি অস্ট্রিয়ার সরকার ঘোষণা করেছে, কোভিডের দু’টি টিকা নেয়া না থাকলে রেস্তোরাঁ, হোটেল বা বড় কোনো অনুষ্ঠানে ঢুকতে পারবেন না কেউ। এরপরও জনসাধারণের মধ্যে টিকাগ্রহণ নিয়ে সচেতনতা না বাড়ায় যৌনপল্লীতে গ্রাহক সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমে গেছে বলে জানান ফান পালাস্টেরই এক কর্মী।

আরেক কর্মী বলেন, ‘আমরা যৌনপল্লীতে একটি টিকা শিবির খুলেছি। আশা করছি, আমাদের এই নতুন উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতাও বাড়বে আর আমাদের আয়ও বাড়বে।’

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ