• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিতর্কের মুখে বিল গেটস

প্রকাশিত: মে ২১, ২০২১, ০৫:৫৬ এএম

বিতর্কের মুখে বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকার অন্যতম নাম বিল গেটস। দীর্ঘদিন ছিলেন তালিকার শীর্ষ অবস্থানে। বৈশ্বিক সমাজসেবী হিসেবেও তার রয়েছে সমান পরিচিতি। তবে এবার তার খ্যাতিতে পড়তে শুরু করেছে ভাটা। মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি পড়ছেন একের পর এক বিতর্কের মুখে।    

চলতি মাসের শুরুতেই ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। আর এর পর থেকেই বিল গেটসকে নিয়ে সিরিজ প্রতিবেদন প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন গণমাধ্যম। যাতে উঠে আসছে বিল গেটসের নানা বিতর্কিত কর্মকাণ্ড।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জানিয়েছে, বিল গেটস ২০২০ সালে পরকীয়ার জেরে মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়ান। মাইক্রোসফটের এক কর্মীর সঙ্গে ২০ বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ২০১৯ সালে সেই ঘটনা প্রকাশ পেলে তদন্ত শুরু করে মাইক্রোসফট করপোরেশন। তার জেরেই আন্তর্জাতিক এই সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়াতে হয় বিল গেটসকে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেলিন্ডা গেটসের কাছে বিল গেটসের আচরণ অনেক আগেই থেকে প্রশ্নবিদ্ধ ছিল। ২০১৮ সালে মাইক্রোসফটের অর্থ ব্যবস্থাপক মাইকেল লারসনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। বিষয়টি গোপনে নিষ্পত্তি করতে চেয়েছিলেন বিল গেটস। ব্যাপারটি ভালো লাগেনি মেলিন্ডার, তিনি চেয়েছিলেন বাইরের কোনো সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করার। 

আবার বেশ কয়েকটি অনুষ্ঠানে মাইক্রোসফট ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে কর্মরত নারীদের প্রতি আগ্রহ দেখিয়েছেন বিল গেটস, যা অনেকেরই নজরে পড়ে। 

বিল গেটসের সঙ্গে মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের ভালো সম্পর্ক নিয়েও বিরক্ত ছিলেন মেলিন্ডা। ২০১১ সালের শুরু থেকে এপস্টেইনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় বিল গেটসের। অথচ এর আগেই এই ধনকুবেরের বিরুদ্ধে জঘন্য সব অভিযোগ ওঠে। এপস্টেইনের বিরুদ্ধে ১৮ বছরের কম বয়সী মেয়েদের জোরপূর্বক যৌনকর্মে অংশ নেয়ার অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ৬ জুলাই নিউ জার্সিতে বিমানবন্দর থেকে গ্রেফতারও করা হয় তাকে। সবকিছু জেনেও প্রায়ই এপস্টেইনের পার্টিতে যেতেন গেটস।

তবে এসবের বিষয়ে গেটসের মুখপাত্র বলেন, ‘মাইক্রোসফট ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নারী কর্মীদের সঙ্গে গেটসের যে আচরণের কথা বলা হচ্ছে তা ঠিক নয়। এপস্টেইনের সঙ্গে তার অবশ্যই কোনো ব্যবসায়িক অংশীদারত্ব বা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল না।’ 

তিনি আরও বলেন, ‘গেটস কখনো এপস্টাইনের সঙ্গে সামাজিকীকরণ করেননি বা তার পার্টিতে অংশ নেননি।’

এনবিসিনিউজ ডট কমের এক প্রতিবেদনে বলা হয়, গেটসের ব্যক্তিগত জীবন সম্পর্কিত প্রতিবেদনগুলো তার যে ব্যাপক সুনাম রয়েছে তা ক্ষুণ্ন হওয়ারই ইঙ্গিত দেয়।

ডব্লিউএস
আর্কাইভ