• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১

বাড়ির কালীপূজায় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০২:২৩ এএম

বাড়ির কালীপূজায় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্ক

দীপান্বিতা অমাবস্যায় চলছে কালীপূজা। প্রতিবারই এই সময় নিজের কালীঘাটের বাড়িতে কালীপূজা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকেই ৩০, বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ছিল সাজ সাজ রব। পূজার আয়োজনে সকাল থেকে ব্যস্ত ছিলেন মমতা। পূজার বিভিন্ন কাজ নিজের হাতে করেছেন তিনি। কখনও পূজার প্রদীপ নিজের হাতে ধরিয়ে দিয়েছেন। আবার কখনও তৃণমূল নেত্রীকে দেখা গেছে রান্না করতে।

 

কালী মূর্তির পাশেই রাখা মমতার প্রয়াত ভাইয়ের ছবি। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে মমতার মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

 

কালীপূজায় মুখ্যমন্ত্রীর বাড়িতে সবার জন্যই অবারিত দ্বার। কিন্তু করোনা আবহে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। কালীপূজার আগে সাধারণত বিভিন্ন বারোয়ারি পূজা উদ্বোধনে ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু পূজার দিন মুখ্যমন্ত্রীকে সারা দিন বাড়িতেই পাওয়া যায়।

 

দীর্ঘ দিন ধরে বাড়িতে নিষ্ঠাভরে পূজা করেন মমতা। একবার মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপূজায় হাজির ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ