• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পর্নে আসক্ত স্বামীকে ফেরাতে আদালতে স্ত্রী

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৯:০৪ পিএম

পর্নে আসক্ত স্বামীকে ফেরাতে আদালতে স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্বামী পর্নে আসক্ত। বারবার বলেও কোনো লাভ হয়নি। খারাপ এই অভ্যাস থেকে ফেরাতে স্ত্রী কম চেষ্টা করেননি। কোনো ইতিবাচক ফল হয়নি। উল্টো হেনস্তার শিকার হতে হয়েছে। শুধু তাই নয়, প্রতিবাদ করলে বাসি খাবার খেতেও বাধ্য করেন পর্নে আসক্ত স্বামী। বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এই মহিলা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুতে।

পারিবারিক সমস্যা নিয়ে প্রথমে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতো মঙ্গলবার তিনি বসবানাগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন।

আদালতের কাছে ওই মহিলা অভিযোগ করেছেন, তার স্বামী পর্নে আসক্ত। এবং রাতে প্রায়ই তিনি বিভিন্ন অনলাইন চ্যাটিং সাইটে কলগার্লদের সঙ্গে চ্যাট করেন এবং তাদের পেছনে পয়সা খরচ করেন। আপত্তি সত্ত্বেও তার ছবি বিভিন্ন জনকে তার স্বামী পাঠান বলে অভিযোগ করেছেন ওই মহিলা। স্বামীর একাধিক পর্ন সাইটের সাবস্ক্রিপশন রয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনকি বিবাহ সংক্রান্ত একটি ওয়েবসাইটে বিবাহবিচ্ছেদ হয়েছে বলেও উল্লেখ করেছেন।

স্বামীর পর্নে আসক্তি নিয়ে নিজের শ্বশুর-শাশুড়িকে জানিয়েছিলেন ওই মহিলা। কিন্তু তাতেও কাজ হয়নি বলে অভিযোগ। স্বামীর এই আচরণের প্রতিবাদ করায় তাকে হেনস্তার পাশাপাশি বাসি খাবার খেতে হয় বলেও অভিযোগ ওই মহিলার। থানা এ ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ নেয়নি।

 

শামীম/এম. জামান

আর্কাইভ