• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কাবুলের সেনা হাসপাতালে হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৬:২৩ পিএম

কাবুলের সেনা হাসপাতালে হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জঙ্গি হামলায় আবার রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। আত্মঘাতী বিস্ফোরণে দিয়ে শুরু। তারপর বন্দুকের এলোপাতাড়ি গুলি। এতে একের পর এক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে কাবুলের এক সেনা হাসপাতালে এ ঘটনা ঘটে। এ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। আহত বহু। হামলার দায় নিয়েছে আইএস-কে (খোরাসন)।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর থেকে একাধিকবার দেশের নানা শহরে হামলা চালিয়েছে জঙ্গিরা। কখনও শিয়া মসজিদে প্রার্থনার সময়ে আত্মঘাতী বিস্ফোরণ, কখনও বা রাস্তার ধারে রাখা বোমা ফেটে নিহত ও আহত হয়েছেন বহু মানুষ। হতাহতদের মধ্যে সাধারণ আফগান নাগরিকদের সঙ্গে তালেবান যোদ্ধারাও রয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই হামলার দায় নিয়েছে আইএস-কে (খোরাসন)।

তালেবানের মুখপাত্র হামলার কিছু পরে এক বিবৃতিতে জানান, হামলাকারীদের সকলকেই হত্যা করা হয়েছে। হাসপাতালের মূল প্রবেশপথে প্রথম বিস্ফোরণের পর পরই তালেবান যোদ্ধারা ঘটনাস্থলে ছুটে যান।

মঙ্গলবার দুপুর একটা নাগাদ প্রথমে হাসপাতালের প্রধান ফটকে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এক আত্মঘাতী জঙ্গি। হাসপাতালে হুড়োহুড়ি পড়ে গেলে সেই সুযোগে কয়েকজন বন্দুকবাজ ভেতরে ঢুকে পড়ে। এক বিদেশি সাংবাদিক জানাচ্ছেন, প্রথম বিস্ফোরণের আধা ঘণ্টা পরে হাসপাতালের ঠিক বাইরে রাখা বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ঢেকে যায় কাবুলের আকাশ। অতিস্পর্শকাতর ‘গ্রিন জোন’-এ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ