• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

‘ভ্যাক্স’ শব্দকে ‘বর্ষসেরা শব্দ’ ঘোষণা

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৫:১৬ পিএম

‘ভ্যাক্স’ শব্দকে ‘বর্ষসেরা শব্দ’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

‘ভ্যাক্স’ শব্দটিকে অক্সফোর্ড ইংরেজি অভিধানের গ্রন্থনাকারীরা ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ (বর্ষসেরা শব্দ) ঘোষণা করেছেন। চলতি বছর করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ভ্যাকসিন বা ‘ভ্যাক্স’ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে।

এছাড়া করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এ বছর দুই ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে ‘ডাবল-ভ্যাক্সড’, টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘আনভ্যাক্সড’ ও টিকাবিরোধীদের ক্ষেত্রে ‘অ্যান্টি ভ্যাক্সার’ শব্দগুলোও বহুল পরিমাণে ব্যবহৃত হয়।

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির জ্যেষ্ঠ সম্পাদক ফিওনা ম্যাকফারসন বলেন, চলতি বছর ‘ভ্যাক্স’ শব্দটি বেছে নেওয়ার সুস্পষ্ট কারণ রয়েছে। বছরজুড়ে এ শব্দের প্রভাবই সবচেয়ে বেশি ছিল। তবে 'ভ্যাক্স' শব্দটি নতুন নয়। গত শতকের আশির দশকে এর প্রথম উদ্ভব হয়। তবে আমাদের হিসাবে, চলতি বছরের আগ পর্যন্ত এ শব্দের ব্যবহার খুব একটা হয়নি।

‘ভ্যাক্স’-এর ক্ষেত্রে ভিএএক্স এবং ভিএএক্সএক্স দুটি বানানই গ্রহণযোগ্য। তবে একটি এক্স-সংবলিত বানানটির ব্যবহার বেশি।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ