• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

দুই যুগ পরে ফুটল ‘শব পুষ্প’

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ১১:২৮ এএম

দুই  যুগ পরে ফুটল ‘শব পুষ্প’

আন্তর্জাতিক ডেস্ক

ইংরেজিতে বলে কর্পস ফ্লাওয়ার। বাংলা করলে দাঁড়ায়শব পুষ্প। বিশ্বের সবচেয়ে বড় ফুল এটি। ফুটলে ছোটে ভয়ানক লাশ পচা দুর্গন্ধ। তবে বনবাদাড় ছাড়া এ ফুলের দেখা মেলে না। আবার সব বনেই যে আছে, তা-ও নয়। এ কারণে এ ফুল ফুটতে দেখাটা এক বিরল ঘটনা। সেই ঘটনাই ঘটেছে নেদারল্যান্ডসের বোটানিক্যাল গার্ডেনে। তাও আবার প্রায় ২৫ বছর পর। খবর ডেইলি মেইলের।

মানুষের কাছে এ ফুলের দুর্গন্ধ অসহনীয় হলেও কীটপতঙ্গের কাছে কিন্তু লোভনীয়। এ দুর্গন্ধের টানে নানা প্রজাতির কীটপতঙ্গ উড়ে এসে বসে ফুলটিতে। বেগুনি ও কমলার মিশেলের এ ফুলের বৈজ্ঞানিক নাম টাইটান অ্যারাম (অ্যামোরোফোফ্যালাস টাইটানাম)। তবে আকার ও আকৃতির জন্য এই ফুলের আর এক নাম পেনিস প্ল্যান্ট৷ প্রস্ফুটিত এই ফুল দেখতে অনেকটা পুরুষাঙ্গের মতো৷ তাই একে পেনিস প্ল্যান্টও বলা হয়।

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ফুলটি প্রথম দেখা যায়। এরপর এটি প্রায় বিলুপ্ত হতে বসে। পরে বিভিন্ন দেশের অনেক উদ্যানে এ ফুলের চাষ শুরু হয়। একটি গাছে ফুল ধরতে প্রায় ১০ বছর লাগে। এতদিন অপেক্ষার পর একটি ফুল ফুটলে একদিনেই তা মিলিয়ে যেতে শুরু করে।

জেডআই/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ