• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ভেঙে পড়েছে ডারউইন আর্ক

প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৮:০০ পিএম

ভেঙে পড়েছে ডারউইন আর্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফুটবল মাঠের গোলপোস্টের আকার নিয়ে দাঁড়িয়ে ছিল গালাপাগোস আইল্যান্ডের বিখ্যাত ডারউইন আর্ক। তবে গোলপোস্টের ক্রসবারটি এখন আর নেই। এটি উধাও হয়ে গেছে। আসলে ভেঙে পড়েছে। পরিবেশবিদরা জানাচ্ছেন পাথর ক্ষয়ের কারণে ওপরের অংশটি ভেঙে পড়েছে। গত সোমবার ইকুয়েডরের পরিবেশ মন্ত্রণালয় ফেসবুক পেজে তথ্য জানিয়েছে।

ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে এটি নামকরণ করা হয়েছিল। গোলপোস্ট আকারের কাঠামোটির উচ্চতা ছিল ১৪১ ফুট। ২৩০ ফুট লম্বা এবং ৭৫ ফুট চওড়া। ক্রসবারটি ভেঙে পড়ায় এখন এটি  স্বাভাবিকভাবে আগের আকার হারিয়েছে। এখন দুই পাশে শুধু দুটো দাঁড়িয়ে থাকা খুঁটির আকার নিয়েছে।

ডারউইন দ্বীপ থেকে মাত্র এক কিলোমিটার দূরে এটির অবস্থান হওয়ায়, স্কুবা ডাইভারদের কাছে এটি ছিল জনপ্রিয় এক স্থান। গালাপাগোস কনজারভ্যান্সি পরিচালক ওয়াশিংটন তাপিয়া বলেন, ‘নিশ্চিতভাবে ঘটনায় গালাপাগোসের অধিবাসীরা বেদনাকাতর হয়ে পড়বে। কারণ শিশুকাল থেকে তারা এটির সঙ্গে পরিচিত। ফলে পরিবর্তন তাদের জন্য একটি আঘাতস্বরূপ। তবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একটি  প্রাকৃতিক বিষয়। আবহাওয়া এবং ক্ষয়ের কারণে এটি হয়েছে। আর আমাদের গ্রহে এটি স্বাভাবিক ঘটনা।

প্রশান্ত মহাসাগরের গালাপাগোস দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত ক্ষুদ্র জনবসতিশূন্য দ্বীপ ডারউইন। এর আয়তন মাত্র .৩৩ বর্গকিলোমিটার। ডারউইন আর্ক একটি প্রাকৃতিকভাবে গঠিত প্রস্তরখণ্ড। খোলা সমুদ্রের মাঝে এটিকে দেখতে ছোট সেতু বা গোলপোস্টের মতো মনে হয়। পানিতে নিমজ্জিত একটি পর্বতের চূড়ায় এর অবস্থান।  

বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন এই দ্বীপে ভ্রমণ করেছিলেন। গালাপাগোস দ্বীপে ডারউইন অনেক বিরল প্রজাতির জীব দেখতে পান। এখানকার বৈচিত্র্যময় বিরল প্রজাতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমেই ডারউইন প্রথমবারের মতো বিবর্তনের পক্ষে প্রমাণ পেতে শুরু করেন। এখানকার অনেকগুলো প্রজাতি ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের পক্ষে প্রমাণ হিসেবে কাজ করেছে।

শামীম/সাদাত/আইএম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ