• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

গোয়া সফরে মমতা : তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার-নাফিসা

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ১০:২৬ পিএম

গোয়া সফরে মমতা : তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার-নাফিসা

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে গোয়া সফরে রয়েছেন। তিন দিনের সফর। এ সফরে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে আগে থেকেই গুঞ্জন ছিল। সফরের দ্বিতীয় দিনেই সেই গুঞ্জন সত্যি হলো।

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তার হাতে দলীয় পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লিয়েন্ডার তার দলে যোগ দেওয়ায় তিনি খুব খুশি হয়েছেন। এ সময় দিল্লির দাদাগিরি বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘গত সাত বছর শুধুই হারছে কংগ্রেস। কোনো এমএলএ ওপর কংগ্রেসের কোনো নিয়ন্ত্রণ নেই। সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস।’

তিনি আরও বলেন, ‘বিজেপির সঙ্গে কোনোরকম আপস করবে না তৃণমূল কংগ্রেস। বিজেপি দাঙ্গা করে, আমরা দাঙ্গা থামাই। এটাই বিজেপির সঙ্গে কংগ্রেসের পার্থক্য। তাই বলব তৃণমূলকে একবার সুযোগ দেন।’

আরব সাগরের তীরবর্তী রাজ্যে গিয়ে একদিকে মমতা বিজেপির দিকে তোপ দাগলেন, অন্যদিকে কংগ্রেসকেও কটাক্ষ করেন।

লিয়েন্ডার পেজ ভারতের হয়ে ১৮টি গ্র্যান্ডস্ল্যাম ও একটি অলিম্পিক পদক জিতেছেন। ২০২০ সালের পর তিনি আর কোনো ম্যাচ খেলেননি। তৃণমূলে যোগ দেওয়ার পরই তিনি অবসরের ঘোষণা দেন।

এদিকে, একই দিনে মমতা ব্যানার্জির হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী নাফিসা আলি।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ