প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৬:৪০ পিএম
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইরাকের একটি গ্রামে হামলা
চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। মঙ্গলবার (২৬
অক্টোবর) মধ্যপ্রাচ্যের এই দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি গ্রামে জঙ্গি
গোষ্ঠীটির হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড এই তথ্য জানিয়েছে বলে বুধবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে
বার্তা সংস্থা রয়টার্স।
জয়েন্ট অপারেশনস কমান্ড ওই বিবৃতিতে জানিয়েছে, ইরাকের পূর্বাঞ্চলীয়
দিয়ালা প্রদেশের মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামের নিরস্ত্র মানুষের ওপর
হামলা করে আইএস জঙ্গিরা। এতে ১১ জন নিহত হওয়ার পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন।
এছাড়া বেশ কয়েকটি নিরাপত্তা ও মেডিকেল সূত্র রয়টার্সকে আগেই জানিয়েছিল যে, অজ্ঞাত বন্দুকধারীদের চালানো মঙ্গলবারের ওই হামলায় ১১ জন নিহত এবং ১৫ জন আহত
হয়েছেন।
ইরাকের পুলিশ বলছে, সাধারণ গ্রামবাসীদের ওপর চালানো হামলায় বেশ
কয়েকটি গাড়ি ও সেমি-অটোমেটিক বন্দুক ব্যবহার করে জঙ্গিরা।
শামীম/ডাকুয়া