• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি : ৩৩ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ৫০

প্রকাশিত: মে ১৮, ২০২১, ১০:১৯ পিএম

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি : ৩৩ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়া থেকে ছেড়ে আসা ইউরোপগামী একটি নৌকা সোমবার (১৭ মে) তিউনিসিয়ার উপকূলে ডুবে গেছে। এতে ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে।

তিউসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জীবিতদের সবাই বাংলাদেশি নাগরিক।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জিকরি জানিয়েছেন, জীবিতরা তিউনিসিয়ার দক্ষিণ উপকূলে ডুবে যাওয়া নৌকাটির পাশেই তেলের একটি প্ল্যাটফর্ম ধরে ভাসছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেন, ‘৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। দেখে মনে হচ্ছে, তাদের সবাই বাংলাদেশ থেকে আসা। অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।

ডুবে যাওয়া নৌকাটিতে ৯০ জনের বেশি যাত্রী ধরার সক্ষমতা ছিল। সেটি রোববার (১৬ মে) লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে ছেড়ে যায়। নৌকাটি ডুবে যাওয়ার তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি।

বকর/এম. জামান/ ১৮ মে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ