• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর জন্মদিন আজ

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৪:৩৭ পিএম

বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর জন্মদিন আজ

সিটি নিউজ ডেস্ক

পাবলো পিকাসো। বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী। বিংশ শতাব্দীর সেরা চিত্রকরদের মধ্যে তিনি অন্যতম একজন। নতুনত্ব ও ব্যতিক্রমী উপস্থাপনের জন্যে জীবদ্দশায়ই সারা বিশ্বে কিংবদন্তি হয়ে উঠেছিলেন তিনি। শিল্পী তার জীবনকে রাঙিয়েছেন নানা রঙের কর্মে। তিনি একাধারে কবি ও নাট্যকারও ছিলেন। জন্মসূত্রে স্প্যানিশ হলেও জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন ফ্রান্সে।

চিত্রকলা ও ভাস্কর্যে উত্তর আধুনিকতার জনক বলা যায় তাকে। সাত দশকেরও বেশি সময় ধরে কাজ করে বিশ্বের চারুকলাকে সমৃদ্ধ করেছেন তিনি। পিকাসোর হাতে বাস্তববাদী অঙ্কনরীতি যেমন নতুন মাত্রা পেয়েছে, তেমনি পরাবাস্তববাদী শিল্পরীতিও সমৃদ্ধ হয়েছে তার প্রতিভার স্পর্শে। স্পেনের গৃহযুদ্ধ নিয়ে তার বিশ্বখ্যাত শিল্পকর্ম ‘দেমোইসেল্লেস দ্য অ্যাভিগনন ও ‘গুয়ের্নিকা। পাবলো পিকাসোর কিছু চিত্রকর্ম রেকর্ড ১০০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

আজ সোমবার (২৫ অক্টোবর) বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পীর জন্মদিন।  ১৮৮১ সালের এই দিনে স্পেনে জন্মগ্রহণ করেন এই কীর্তিমান। অনেকের মতে তিনি ইতিহাসের সেরা শিল্পী। ২৩ শব্দের বিশাল নামের এই শিল্পীর জীবনেও আছে বিশাল সুউচ্ছ তরঙ্গ, নানা বাঁক। রঙের সঙ্গে রঙের খেলায় নতুন রঙের সৃষ্টি বাবার কাছেই শিখেছেন তিনি।

প্রথম তৈলচিত্রের কাজ করেন মাত্র ৯ বছর বয়সে। কিশোর বয়সেই শ্রমজীবীদের ছবি আঁকায় নেশা ছিল তার। শিল্পের টানে স্পেন ছেড়ে পাড়ি জমান ফ্রান্সে, সেখানেও থিতু হয়নি মন। পিকাসোর ছবি আঁকার নানা সময়ের বিচারে নানা রঙের আধিক্য দেখা গেছে। ফ্রান্সে প্রথম দিকে অভাব-অনটনে থাকার সময়ে নীল রঙ ফুটে ওঠে তার চিত্রে, বলা হয় ব্লু পিরিয়ড।

জীবনের জয়ধ্বনীর সঙ্গে সঙ্গে মোড় ঘোরে রঙের। প্রেমিক পিকাসোর প্রিয় রঙ হয়ে উঠে পিংক। আঁকাআকিতে ঢের বেড়ে যায় প্রেমের ছোঁয়া, টিভি সিরিজ ও বড় পর্দায় কয়েকবার তুলে ধরা হয়েছে তার জীবন।

৯১ বছরের জীবনে এঁকেছেন ২৬,০৭৫টি চিত্র। তার কিছু সৃষ্টিকর্ম রেকর্ড বিক্রির তালিকায় আছে। দ্য ওল্ড গিটারিস্ট, দ্য উইপিং ওম্যান, গের্নিকাসহ অসংখ্য চিত্রকর্ম তাকে সময়ের ঘরে বাঁচিয়ে রাখবে সব সময়।

এএমকে

আর্কাইভ