• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিজেপির বিপ্লব দেবকে নপুংসক বললেন তৃণমূলের সুস্মিতা

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১২:৫৪ এএম

বিজেপির বিপ্লব দেবকে নপুংসক বললেন তৃণমূলের সুস্মিতা

আন্তর্জাতিক ডেস্ক

বিজেপি-তৃণমূল সংঘাতে আবার উত্তপ্ত ত্রিপুরা। শুক্রবার (২২ অক্টোবর) ত্রিপুরায় তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। তার ব্যাগ ছিনতাই এবং মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগও করেছেন তৃণমূলের এ সংসদ সদস্য। সংবাদমাধ্যমের সামনে সেই অভিযোগ করার সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ‘হিজড়া’ (নপুংসক) বলে আক্রমণ করেন তিনি।

সুস্মিতা বলেন, ‘বিপ্লব দেব একটা হিজড়া। ব্যালটে লড়াই না করে গাড়িতে হামলা করছে।’ ত্রিপুরা বিজেপি অবশ্য এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রকাশ বলে দাবি করেছে। একই সঙ্গে বিপ্লব সম্পর্কে সুস্মিতার মন্তব্যের নিন্দা করেছে বিজেপি।

বৃহস্পতিবার থেকেই ত্রিপুরায় জনসংযোগ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। তাতেই অংশ নিয়ে শুক্রবার ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ প্রচারে বার হন সুস্মিতা। তিনি অভিযোগ করেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে পশ্চিম ত্রিপুরার আমতলি বাজারের কাছে তার গাড়িতে কয়েকজন বিজেপি কর্মী হামলা চালায়। শুধু গাড়ি ভাঙচুরই নয়, আমার ব্যাগ ছিনতাই করা হয়। আক্রমণকারীরা সবাই বিজেপি কর্মী। কারও মুখে মাস্কও পরা ছিল না।’

এ নিয়ে আমতলা থানায় অভিযোগও দায়ের করেছেন সুস্মিতা। প্রতিবাদ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, ‘বিপ্লব দেবের নেতৃত্বে বিরোধীদের ওপরে আক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিজেপির গুণ্ডারা একজন মহিলা রাজ্যসভার সাংসদকে যেভাবে হেনস্তা করেছে তা লজ্জার এবং রাজনৈতিক সন্ত্রাসের শামিল।’ পাশাপাশি ত্রিপুরায় তৃণমূলের সংগঠন শক্তিশালী করার লক্ষ্য নেওয়া অভিষেক লিখেছেন, ‘সময় হয়ে এসেছে। ত্রিপুরার মানুষ এর জবাব দেবেন।’

ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, ‘তৃণমূল বাংলা নিয়ে ভাবুক। এমন আক্রমণ বিজেপির সংস্কৃতি নয়। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রকাশ। পূজার আগে থেকেই কমিটি গঠন নিয়ে গোলমাল চলছে। তারই প্রকাশ ঘটেছে আমতলি বাজার এলাকায়।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে ‘নপুংসক’ বলা নিয়ে সুব্রত বলেন, ‘এটা তৃণমূলের কাছে প্রত্যাশিত। বাংলা দেখেছে কীভাবে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে। সাধারণের কাছে যা অশালীন, সেটাই তৃণমূলের সংস্কৃতি।’

 

শামীম/এম. জামান

আর্কাইভ